পার্শ্বশিক্ষকদের নিয়ে বড়সড় চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী
সম কাজে সম বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রাজ্যের পার্শ্বশিক্ষকরা। কলকাতার রাজপথে একত্রিত হয়ে আন্দোলনেও সামিল হয়েছেন তাঁরা। এবার সেই আন্দোলনকে মান্যতা দিয়ে পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর শোনাল রাজ্য। রাজ্য যে পার্শ্বশিক্ষকদের সমস্ত আর্থিক দাবিদাওয়া মিটিয়ে দেওয়ার কথা ভাবছে তা শিক্ষামন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে যায়। রাজ্যের তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্শ্বশিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, ‘মুখ্যমন্ত্রী আপনাদের কথা ভাবছেন।’
বারবার রাস্তায় নেমে আন্দোলন না করার পরামর্শ দেন তিনি। রাস্তাকে রাস্তার মতো থাকতে দেওয়ারও অনুরোধ জানান শিক্ষকদের কাছে। পার্শ্বশিক্ষকদের সমস্ত আর্থিক দাবিদাওয়া নিয়ে রাজ্য ভাবনাচিন্তা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর জন্য রাস্তায় নেমে আন্দোলন করার কোন মানে হয় না বলেও জানান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আপনাদের রাস্তায় বসে আন্দোলন করার কোন মানে হয় না। মুখ্যমন্ত্রী আপনাদের বিষয়ে ভাবনাচিন্তা করছেন।’ এরপরই পার্শ্বশিক্ষকদের ছাত্রছাত্রীদের বিষয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দেন তিনি। বলেন, ‘এবার আপনারা ছাত্রছাত্রীদের কথা ভাবুন।
আরও পড়ুন : তৃনমূলের অনুকরণে ‘বিজেপিকে বলো’ কর্মসূচি আনতে চলেছে গেরুয়া শিবির
শুধু তাই নয়, রাস্তাকে রাস্তার মতো থাকতে দেওয়ারও অনুরোধ জানান তিনি। বলেন, ‘রাস্তাকে রাস্তার মতো থাকতে দিন। রাজপথকে বিক্ষোভ রোড বানাবেন না।’ শিক্ষামন্ত্রীর আশ্বাসে কিছুটা হলেও দুঃশ্চিন্তা কমবে পার্শ্বশিক্ষকদের, এমনই মনে করেন বুদ্ধিজীবী মহল।