তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর কেজরিওয়ালকে টুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। শপথগ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বারাণসীতে থাকার কারণে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান না করতে পারলেও টুইটে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাতে তিনি টুইট করে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানান।
রাতের দিকে টুইট করে প্রধানমন্ত্রী জানান, ‘আজকে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য আমি অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাই। তাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।’ গতকাল তৃতীয়বারের জন্য শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির রামলীলা ময়দানে তিনি শপথ নেন। প্রধানমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকলেও তিনি তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীতে যান পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি উন্মোচন সহ আরও কিছু প্রকল্প উদ্বোধন করতে।
এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে দাঁড়িয়ে কেজরিওয়াল বলেন দিল্লিকে ভারতীয়দের গর্বের শহর, দিল্লীবাসীর গর্বের শহর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী ও সরাষ্ট্রমন্ত্রীকে পাশে থাকার অনুরোধ করছি। পরে রাতে প্রধানমন্ত্রীর টুইটে শুভেচ্ছার জবাবেও একই কথা বলেন কেজরিওয়াল। প্রধানমন্ত্রীর টুইটের জবাবে কেজরিওয়াল টুইট করে বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজ শপথ অনুষ্ঠানের জন্যও আমন্ত্রণ জানিয়েছিলাম, তবে আমার ধারণা যে আপনি ব্যস্ত থাকায় আসতে পারেননি। আমরা দিল্লিকে ভারতবাসীর গর্বের শহর হিসেবে তুলে ধরতে অবশ্যই একসাথে কাজ করব।’