সোমবার দিল্লির পাতিয়ালা কোর্ট রায় দিল আগামী ৩ মার্চ সকাল ৬ টাস ফাঁসি দেওয়া হবে নির্ভয়া ধর্ষণকাণ্ডের চার দোষী কে। নির্ভয়ার চার ধর্ষক-খুনির ফাঁসির তারিখ এর আগেও বহুবার ঠিক হলেও বারবার দোষীদের আবেদনে পিছিয়ে যায় সেই তারিখ। গত ১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় ফাঁসির কথা ছিল। তবে আইনি জটিলতায় তা পিছিয়ে গিয়েছিল।
অপরদিকে ফাঁসির নির্দেশে এখনো খুশি হতে পারছেন না নির্যাতিতার মা আশাদেবী, কারণ এর আগেও বহুবার ফাঁসির পরোয়ানা জারি করা হলেও তা পিছিয়ে গেছে। এখনও সন্তোষ প্রকাশ করছেন না তিনি। তিনি বলেন দীর্ঘ সময় ধরে লড়াই করার পরেও এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি করা হল, তবে তিনি আশা রাখছেন 3 মার্চ অবশেষে দোষীরা শাস্তি পাবে। দোষীদের পৃথক মৃত্যুদণ্ডের দাবিতে কেন্দ্রীয় আইনজীবীরা আদালতে গেলে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয় ২০ ফেব্রুয়ারি, যদিও ওই তারিখের পূর্বেই ফাঁসি নতুন দিন নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন : পুরভোটের প্রাক্কালে রাজ্যবাসীর মন জয়ে বড়সড় ঘোষণা রাজ্যের
চার দোষীর মধ্যে তিনজনের আর নতুন করে আইনি সহায়তা পাওয়ার সম্ভাবনা নেই। তবে এই ঘটনায় দোষী বিনয় শর্মা ইতিমধ্যেই অনশন শুরু করে দিয়েছে। তার আইনজীবী দাবি করেছেন মানসিকভাবে অসুস্থ বিনয়।শুনানির শুরুতেই সোমবার এ কথা সুপ্রিম কোর্টে জানায় জেল কর্তৃপক্ষ। এখন দেখার যে ৩ মার্চ অবশেষে দোষীরা শাস্তি পায়, নাকি আবার আইনের বেড়াজালে নিজেদের শাস্তির সময় পিছিয়ে দেয় দোষীরা। ২০১২ সালে দিল্লিতে নির্ভয়ার গণধর্ষণ ও খুনে মোট ৫ প্রাপ্তবয়স্ককে দোষী সাব্যস্ত করা হয়। পবন গুপ্ত, মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর সিংহ, ও রাম সিং, এদের মধ্যে রাম সিং আগেি তিহার জেলে আত্মহত্যা করেছে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside