Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আরও বেশি শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা, অত্যাধুনিক ৮৩টি তেজস যুদ্ধ বিমান কিনছে ভারত

Updated :  Tuesday, February 18, 2020 8:13 AM

সামরিক শক্তিতে আরও বেশি বলীয়ান হল ভারত। বায়ুসেনা দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ৮৩টি তেজস যুদ্ধ বিমান কিনতে চলেছে। বর্তমানে যুদ্ধবিমানের অভাব থাকায় বায়ুসেনা ৮৩টি তেজস বিমান কিনছে। ৪০টি প্রয়োজন হলেও বর্তমানে মাত্র ৩০টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে তাদের। এই ঘাটতি পূরণেই ৮৩টি তেজস বিমান কিনছে বায়ুসেনা। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (হ্যাল) এর সঙ্গে বহুদিন ধরে হওয়া চুক্তি হচ্ছিল কিন্তু হ্যাল যে পরিমান অর্থ দাবি করছিল তা দিতে রাজি ছিল না বায়ুসেনা।

প্রথমিকভবে ৫৬ হাজার ৫০০ কোটি টাকা দাবি করে হ্যাল,আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষামন্ত্রক, যাতে প্রায় এক বছর ধরে বায়ুসেনার সঙ্গে হ্যাল কর্তৃপক্ষের দর কষাকষির পর  রফা হয় ৩৯,০০০ কোটিতে। দেশীয় বাজারে এর আগে এতবড় প্রতিরক্ষা চুক্তি হয়নি। তেজস যুদ্ধবিমানটির প্রস্তুতকারী সংস্থা হ্যাল। ইতিমধ্যেই বহু পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে বিমানটি। গতবছর প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় রুশ নির্মিত ‘আইএল-৭৮’ জ্বালানিবাহী বিমান থেকে ইন্ধন ভরা হয় তেজসে।

আরও পড়ুন : যাত্রীদের সুবিধার্থে এবার রেলস্টেশনে বসানো হচ্ছে হেলথ ATM

প্রায় ১৯ হাজার লিটার জ্বালানি পৌঁছে যায় স্বল্প সময়ে যুদ্ধবিমানটির পেটে।  মাঝ আকাশে জ্বালানি ভরে ভারত সামরিক শক্তির তালিকায় বিশ্বের প্রথম সারিতে নাম। বায়ুসেনার জরাগ্রস্ত মিগ-২১ বিমানগুলির স্থানে আসছে এই তেজস বিমানগুলি। চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যাবিনেট কমিটির কাছে চুক্তির খসড়া পাঠানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন ৩১ মার্চের পূর্বে এসে যাবে বলে আশা করা হচ্ছে।