শুরু হয়ে গেলো পুরসভা ভোটের কাউন্টডাউন। এপ্রিল মাসেই পুরভোট হতে পারে বলে খবর সূত্রের। আগামী ১২ই এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হতে পারে বলে খবর। আর এপ্রিল মাসের মধ্যেই বাকি পুরসভা গুলোতে ভোট হয়ে যেতে পারে, এমনটাই খবর রাজ্য সরকার সূত্রে। প্রসঙ্গত, ব্যারাকপুর, সল্টলেক এবং আসানসোলে এই সময়ে ভোট হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ এই তিনটি পুরসভায় আরও পরে ভোট হবে।
জানা যাচ্ছে, নির্বাচন কমিশন রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের কাছে পুরভোটের দিনক্ষণ চেয়ে পাঠাবে। তখনই রাজ্যের তরফে এই দিনগুলির কথা জানানো হবে বলে জানা যাচ্ছে। এপ্রিলের ১২ তারিখ যদি কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হয় তাহলে তা হবে রমজান মাসের আগে। বাকি পুরসভা গুলিতে রমজান মাস চলাকালীনই ভোট হবে।
আরও পড়ুন : নাগরিকত্বের প্রমাণ নয় জমি ও ব্যাংকের কাগজ, হাইকোর্টের নির্দেশে বিপাকে মহিলা
এপ্রিল মাসে ভোট হলে ব্যারাকপুর, সল্টলেক এবং আসানসোলে ভোট হবে না। এই তিনটি পুরসভা বাদ দিলে, মোট ১০২ টি পুরসভায় ভোট হবে। সল্টলেক ও আসানসোল পুরসভার মেয়াদ অক্টোবর পর্যন্ত আছে তাই এই দুই পুরসভায় পুজোর পর ভোট হবে। অন্যদিকে ব্যারাকপুর পুরসভা এখন কমিশনারেট হবে তাই সেখানে এখন ভোট হবেনা। রাজ্যের ইচ্ছা এই তিনটি পুরসভায় একেবারে পুজোর পরেই ভোট করানোর।