Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেন্দ্র সরকারের নতুন প্রকল্প চালু, মাসে মাসে পাওয়া যাবে হাজার হাজার টাকা

এবার প্রবীণ ব্যক্তিদের জন্য কেন্দ্র সরকার নিয়ে আসছে এক নতুন প্রকল্প। ক্ষমতায় আসার পর কেন্দ্র সরকার এনেছে একাধিক প্রকল্প। তার মধ্যে একটি হল APY বা অটল পেনশন যোজনা। এই যোজনার…

Avatar

এবার প্রবীণ ব্যক্তিদের জন্য কেন্দ্র সরকার নিয়ে আসছে এক নতুন প্রকল্প। ক্ষমতায় আসার পর কেন্দ্র সরকার এনেছে একাধিক প্রকল্প। তার মধ্যে একটি হল APY বা অটল পেনশন যোজনা। এই যোজনার আওতায় যারা পড়বেন তারা একটি নির্দিষ্ট মাসিক টাকা পাবেন। সেটি ১০০০,২০০০,৩০০০,৪০০০ ও ৫০০০ টাকার মধ্যে যেকোনো একটি হতে পারে। এই পেনশন পাওয়ার কারনটি যদি দেখা হয় তবে প্রথমেই আসে বয়স। এই পেনশন প্রবীণ যেসমস্ত ব্যক্তিরা পাবেন তাদের একটি বয়সের পর স্বনির্ভর ক্ষমতা কমে যাবে। ফলে অন্যের উপর নির্ভর করে তাকে বাঁচতে হবে। তাই সরকারের এক নতুন প্রকল্প যার দ্বারা প্রবীণ নাগরিক স্বনির্ভর হয়ে বাঁচতে পারেন তার দিকেই দৃষ্টি দিয়েছে।

তবে যেসমস্ত নাগরিক এই প্রকল্পের আওতায় পড়বেন তার কয়েকটি নিয়মাবলী আছে। যারা এই প্রকল্পের আওতায় আসতে চান তাদের বয়স হতে হবে অবশ্যই ১৮-৪০ এর মধ্যে। যিনি আবেদনটি করবেন তার অবশ্যই একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যক্তিগত মোবাইল নম্বর থাকতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : CAA নিয়ে চিন্তার কিছু নেই, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সেরে বললেন উদ্ভব ঠাকরে

তবে মাসিক কত টাকা দিলে সেই আবেদনকারী আগামী দিনে হাজার টাকা নিশ্চিত পাবেন সম্পুর্নই নির্ভর করছে আবেদনকারীর বয়সের উপর। আবেদনকারীর যেই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে ব্যাংকের সঙ্গে কথা বলে অটল পেনশন যোজনার জন্য নির্দিষ্ট ফর্ম ফিল-আপ করতে হবে। ফর্মে আধার ও মোবাইল নম্বর ভরতে হবে। যে একাউন্ট নম্বর ফর্মে ভরা হবে তাতেই আপনার মাসিক টাকা কেটে নেওয়া হবে, তাই খেয়াল রাখতে হবে যাতে ব্যাংকে সেই পরিমাণ টাকা থাকে। বিষয়টি ব্যাংকের সঙ্গে সঠিক ভাবে কথা বলে জেনে নেওয়া দরকার।

About Author