‘মানসিক অসুস্থতার’ বাহানা, বিনয় শর্মার আবেদন খারিজ করল দিল্লি কোর্ট
ফাঁসি পিছনোর জন্য নির্ভয়া মামলার চার অভিযুক্ত হাতিয়ার করেছে শারীরিক অসুস্থতা, এমনই মনে করছে একাংশ। দিন কয়েক আগে নির্ভয়া মামলার অভিযুক্তদের মধ্যে অন্যতম বিনয় শর্মার আইনজীবী এপি সিং দাবী করেন তার মক্কেল শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। তারপর ওই আইনজীবী IHBAS -এ তার মক্কেলকে ভর্তি করার জন্য জোর দেয়। কিন্তু এদিন, দিল্লি আদালত রায় দিয়েছে, বিনয় শর্মার কোনো শারীরিক বা মানসিক অসুস্থতা নেই, তার আর হাসপাতালে চিকিৎসার প্রয়োজন নেই। দিল্লির ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়র অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-এ (IHBAS) তার চিকিৎসার কোনও প্রয়োজন নেই। এমনটাই জানিয়েছে দিল্লি আদালত।
গত ফেব্রুয়ারিতেই ওই চর ধর্ষকের ফাঁসির দিনক্ষণ ঠিক হয়েছিল। আইনি জটিলতায় বারবার তা পিছিয়ে যায়। এরপর আগামী ৩ মার্চ ওই চর অভিযুক্তের ফাঁসির দিন ঠিক হয়। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ফাঁসির দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই নির্ভয়া মামলার চার অভিযুক্তের নানা রকম সমস্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন : মৃত্যু বেড়ে ২৩৪৫, মৃত্যু ঠেকাতে নতুন পদ্ধতির আশ্রয় চীন সরকারের
আইনজীবী এপি সিংয়ের দাবী, তার মক্কেল স্মৃতি শক্তি হারিয়েছে, পরিবারের সাথে দেখা হলে সে কাউকেই চিনতে পারেনি। কিন্তু ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়র অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-এ (IHBAS) -এ চিকিৎসার ফলে জানা গিয়েছে, বিনয় শর্মা সম্পুর্ন সুস্থ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৩ মার্চ ভোর ৬টায় ফাঁসি দেওয়া হবে মুকেশ কুমার সিং, পবন গুপ্তা, বিনয় কুমার শর্মা এবং অক্ষয় কুমারকে।