বিহার ও ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত ও উড়িশ্যা উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত, এই দুয়ে মিলে পশ্চিমবঙ্গের বসন্তের রেষে যেনো কাটা পড়ার মতো অবস্থা। উত্তরের ঘূর্ণাবর্তের জেরে উওরের জলপাইগুড়ি সমস্তটাই কালো মেঘে ঢাকা। নিম্নচাপের জেরে লাগাতার হয়ে চলেছে বৃষ্টি, কখনো ঝিরিঝিরি কখনো ছিটেফোঁটা। বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রা, সারা জলপাইগুড়ি জুড়ে বেড়েছে ঠান্ডার দাপট।
রাস্তাঘাটে মানুষের পরনে দেখা যাচ্ছে গরম পোশাক। নতুন করে আবার পারদ নামল বঙ্গে। আবহাওয়া দফতর সূত্রের খবর, এই বৃষ্টি আজ চলবে দিনভর। একদিকে বৃষ্টি ও অপর দিকে ঠান্ডা যেনো শীতের আমেজকে ফিরিয়ে দেওয়ার মতো। উত্তরবঙ্গে এদিন লাগাতার বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন : দিল্লির পরিস্থিতি ভয়াবহ, জরুরি বৈঠকে কেজরিওয়াল ও অমিত শাহ
উত্তর বঙ্গের মতো দক্ষিণবঙ্গেও এদিন দিনভর চলেছে বৃষ্টি। বেলা যত বেড়েছে বৃষ্টি তত বাড়তে শুরু করেছে। গাঙ্গেয় উপকূলবর্তী জেলা অর্থাৎ কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দিনভর বৃষ্টি হয়েছে। বিহার ও ওড়িশায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলা গুলিতে ভোররাত থেকে চলেছে বৃষ্টি, যা এদিন চলবে দিনভর।