দেশনিউজ

১১৯ জন ভারতীয় আক্রান্ত করোনা ভাইরাসে, জাপান থেকে ফিরলেন দেশে

Advertisement

করোনা ভাইরাসের থাবা জাপানে ও পড়েছে। জাপানে বহু ভারতীয় নাগরিক কাজের সূত্রে রয়েছে। এবার সেই ভারতীয়দের বিশেষ বিমানে করে আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য জাপানি প্রশাসনকে ভারত সরকার ধন্যবাদ জানিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে লিখেছেন যে কিছুক্ষণ আগেই এয়ার ইন্ডিয়া উড়ান টোকিও থেকে দিল্লি এসে পৌঁছেছে।

বিমানে ১১৯ জন ভারতীয়দের সাথে শ্রীলঙ্কা, নেপাল, সাউথ আফ্রিকা এবং পেরু-র যাত্রী ও রয়েছে। তিনি জাপানি প্রশাসনকে ধন্যবাদ ও জানিয়েছেন। জাপানের ইয়োকোহমায় ডায়মণ্ড প্রিন্সেস জাহাজে করোনা ভাইরাসের জন্য একের পর এক ক্রু আক্রান্ত হয়ে পরছিল। ৫ তারিখ জাহাজটিকে কোয়ারান্তাইন করলে দেখা যায় একজন প্রাক্তন যাত্রী করোনাতে আক্রান্ত।

আরও পড়ুন : সরকার ব্যর্থ, দিল্লির হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেতা রজনী

এরপর আরও মানুষের শরীরে জীবাণু ছড়ায়। জাহাজ থেকে যেসব যাত্রীরা ফিরে এলেন তাদের প্রত্যেককে ১৪ দিন কোয়ারান্তাইনে রাখা হবে। হরিয়ানাতে ভারতীয় সেনার পজবেক্ষনে ব্যবস্থা করা হয়েছে। আর যেসব ভারতীয় ফেরেননি তাদের সাথে যোগাযোগ রাখছে ভারত সরকারের দূতাবাস।

Related Articles

Back to top button