পুরভোটে হিংসা আটকাতে নির্বাচন কমিশনারকে নির্দেশ রাজ্যপালের
রাজ্যের বিভিন্ন পুরসভায় নির্বাচন আসন্ন। সেই নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। পুরভোটে হিংসা আটকাতে কী কী পদক্ষেপ নিচ্ছে কমিশন তা জানতে নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। রাজ্যপালের তলব পেয়ে বৃহস্পতিবার দুপুরে রাজভবনে যান নির্বাচন কমিশনার, সঙ্গে ছিলেন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য।
প্রায় ৪৫ মিনিট ধরে নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠকে, পুরভোটের প্রস্তুতি সম্পর্কে খুঁটিনাটি জানতে চান রাজ্যপাল। রাজ্যের পৌর এলাকার ভোটারদের নিরাপত্তার বিষয়ে কমিশন কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়েও জানতে চান। একইসঙ্গে নির্বাচন কমিশনারের প্রতি তাঁর নির্দেশ, পুরভোটকে কেন্দ্র করে যাতে কোন হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকে যেন তৎপর থাকে কমিশন। বৈঠকের বিষয়ে প্রেস বিবৃতি জারি করে সমস্ত কিছু বিস্তারিত জানিয়েছে রাজভবন।
আরও পড়ুন : কেন্দ্রের নয়া প্রকল্প, সমর্থন নয় রাজ্য সরকারের
প্রসঙ্গত, আজই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। পুরভোট শান্তিপূর্ণভাবে করতে সদা তৎপর কমিশন, এমনই জানিয়েছেন কমিশনার। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোট করতে আগামী ৪ মার্চ জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি, জানিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস।