বিগত কয়েকদিনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লী। মৌজপুর, ব্রহ্মপুরী, ভজনপুরা চক, গোকুলপুরী সহ আরও অন্যান্য এলাকায় চলেছে দফায় দফায় সংঘর্ষ। এই সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা ক্রমে বাড়ছে।এখনও পর্যন্ত জানা গেছে মৃতের সংখ্যা হয়েছে ৩৯। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। পরিস্থিতি সামাল দিতে দায়ের করা হয়ে ছে ৪৮ টি এফআইআর, এছাড়া আটক করা হয়েছে ৪০০ জনকে।আপ নেতা তাহির হুসেইনের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।
মানুষের ভরসা ফেরাতে চাঁদবাগ, মৌজপুর-সহ উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে চলেছে রুট মার্চ এবং মাইকিং করেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার প্রসঙ্গে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “যে ব্যক্তি দোষী সাব্যস্ত হবে তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত। যদি আম আদমি পার্টির কোনও ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তবে সেই ব্যক্তিকে দ্বিগুণ শাস্তি দেওয়া উচিত। জাতীয় সুরক্ষার ইস্যুতে কোনও রাজনীতি হওয়া উচিত নয়।”
আরও পড়ুন : দিল্লির হিংসায় মৃত্যু ৩৮, গঠিত হল দু’টি বিশেষ তদন্তকারী দল
এছাড়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দিল্লীর এই ঘটনায় নীরব দর্শক কেন্দ্রের তীব্র নিন্দা করেছেন। রাষ্ট্রপতির কাছে কংগ্রেসের তরফ থেকে গঠিত প্রতিনিধি দল একটি স্মারকলিপিও জমা দিয়েছে।