Today Trending Newsনিউজরাজ্য

দেশের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা, বৈঠকের পর জানালেন মমতা

Advertisement

আজ ভুবনেশ্বরে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। দেশের নিরাপত্তা সংক্রান্ত আলোচনাই ছিল বৈঠকের মূল বিষয়বস্তু। এই বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশা, বিহার ও বাংলার মুখ্যমন্ত্রী। নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে অমিত শাহ ও মমতা বন্ধ্যোপাধ্যায়ের মধ্যে। বৈঠকের শেষে দুপুরের আহার করার পর সাংবাদিকদের বাংলার মুখ্যমন্ত্রী জানালেন যে সিএএ ও এনপিআর আর এনআরসি নিয়ে কোন কোথা হইনি। আন্তঃ রাজ্য নিরাপত্তাই ছিল মূল বিষয়।

তিনি আরও বলেন যে বাংলার বঞ্চনা, মাওবাদী সমস্যার সমাধানের ইস্যু নিয়ে কথা হয়। আর এর সাথে এটাও বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কোন ও মন্তব্য না করাতে তিনিও ওই প্রসঙ্গ উত্থাপন করেননি। দিল্লির বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি অমিত শাহকে শান্তি ফেরানোর দাবী জানান। বাংলাতে নতুন রাজ্যপাল পদে জগদীপ ধনকড় আসার পর অমিত শাহ-র সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনেই কথা হয়েছিল। আজই প্রথম প্রশাসনিক ভাবে বৈঠক হয়। বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাড়ীতে দুপুরের আহারের আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন : আবারও কি পিছোবে ফাঁসির দিন? তাকিয়ে গোটা দেশ

একসাথে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, মমতা, নবীন পট্টনায়েক ও অমিত শাহ খেতে বসেছিলেন। খাবারের ও ছিল বিরাট এলাহি আয়োজন। ডাল, মাছ, মটর মশলা, চাটনি, পাঁপড় , রায়তা, ওড়িশার ছানাপোড়া। তবে মুখ্যমন্ত্রী সেরকম ভাবে কিছুই খাননি। শুধু রায়তা দিয়েই খেয়েছেন , তাও পট্টনায়েকের অনুরোধে। উল্লেখ্য এই বৈঠক নিয়ে বিরোধীরা নানা মন্তব্য করেছেন।

Related Articles

Back to top button