টানা চারদিন দাম কমার পর আজ বাড়লো সোনার দাম। চিনে করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই ক্রমশ বাড়ছিল সোনার দাম। ক্রমশ বাড়ার পর থেকে গত চারদিন ধরে কমছে সোনার দাম। কিন্তু আজ আবার বাড়লো সোনার দাম। গতকালের তুলনায় আজ সোনার দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা। আজকে ১০ গ্রাম সোনার দাম ৪১,৬৮৪ টাকা। শতাংশের হিসেবে আজ সোনার দাম বেড়েছে ০.৭০%।
সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। সোনার সাথেই প্রতিদিন দাম বাড়ছিল রুপোর। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৪৫,১০২ টাকা। রুপোর দাম বেড়েছে প্রতি কেজিতে ১.৬%। গত সপ্তাহে সোনার দাম রেকর্ড ৪৪,০০০ ছাড়িয়ে গেছিলো। গত চারদিনে সোনার দাম প্রায় ২০০০ টাকার বেশি কমেছিল।
আরও পড়ুন : ফিক্সড ডিপোজিটে ৯% পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক
চিনে করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই প্রতিদিনই বাড়ছিল সোনার দাম। চিনে করোনা ভাইরাস এই মুহুর্তে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, ফলে সোনার দামও কমতে শুরু করেছে। এই ভরা বিয়ের মরসুমে সোনার দাম বাড়ার ফলে সাধারণ মধ্যবিত্ত থেকে ছোট ব্যাবসায়ীদের খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। টানা সোনার দাম কমার ফলে সেই সমস্যা থেকে অনেকটা মুক্তি পেলেও আবার যে তারা সমস্যায় পড়বেন সেকথা বলাই যায়।