ফের স্থগিতাদেশ, আগামীকাল ফাঁসি হচ্ছে না নির্ভয়াকান্ডে অপরাধীদের
আরও একবার পিছিয়ে গেল নির্ভয়াকান্ডে অপরাধীদের ফাঁসি। আজ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে পবন গুপ্তা। যদিও এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।আগের রায় অনুযায়ী আগামীকাল ভোরে ফাঁসি হওয়ার কথা ছিল চার অপরাধীর।এর আগে বাকি তিনজনের আবেদন করার পর তাদের সমস্ত আইনি বিকল্প শেষ হয়ে গেছে।
প্রসঙ্গত এর আগে গত ১৭ই জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারী ফাঁসির দিন ঠিক করেছিল আদালত। তবে একের পর এক আইনি সুবিধা লাভ করার ফলে তাদের ফাঁসির ওপর স্থগিতাদেশ চেপেছে। চার জনের মধ্যে মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর এই তিনজন সমস্ত আইনি বিকল্প শেষ করে ফেলে। এরপর ৫ই ফেব্রুয়ারীর শুনানিতে সব দোষীকেই এক সপ্তাহের মধ্যে আইনি বিকল্পের আবেদন করতে বলা হলেও তখন কোনও আবেদন করেনি পবন।
আরও পড়ুন : ‘দিল্লির হিংসা পরিকল্পিত চক্রান্ত’, কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার
গত ২৮শে ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানালে সোমবার সেটি খারিজ করেছে শীর্ষ আদালত। আজ আরও একবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা জানায় পবন।এর ভিত্তিতেই আজ আবার ফাঁসির আদেশে স্থগিতাদেশ দেয় নিম্ন আদালত।
২০১২ সালে নির্ভয়া গণধর্ষণকান্ড ও হত্যার ঘটনার পর মোট ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে তিহাড় জেলের মধ্যে আত্মহত্যা করে এক অভিযুক্ত রাম সিং।আরেক অভিযুক্ত নাবালক হওয়ায় তিন বছর সরকারি হোমে থাকার পর বর্তমানে তাকে মুক্তি দিয়েছে আদালত।আর বাকি ৪ দোষীর আগামীকাল সকাল ৬ টায় ফাঁসি হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছেনা।