জনসংখ্যা নিয়ন্ত্রণেও আইন আনতে চলেছে কেন্দ্র, মন্ত্রীর বক্তব্যে বাড়ছে জল্পনা
৩৭০ অনুচ্ছেদ বাতিল থেকে, সিএএ আইন তৈরী একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এবার জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন আইন তৈরীর ঘোষণাকে ঘিরে জল্পনা ছড়িয়েছে দেশ জুড়ে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষের একাংশ।
জনসংখ্যা বৃদ্ধি যে দেশের একটি অন্যতম বড় সমস্যা তা বুঝতে পারছে সাধারণ মানুষ। বেকারত্ব থেকে পরিকাঠামোর অভাব, চিকিৎসা থেকে উন্নয়নমূলক কর্মসূচি সব ক্ষেত্রেই অসুবিধার সৃষ্টি হয়েছে জন বিষ্ফোরণের ফলে। তাই এবার জনসংখ্যার বৃদ্ধিকে একটা সীমায় বাঁধতে চেয়েছে সরকার। রবিবার চৈতন্য বিহারের স্বামী বামদেব জ্যোতির্মঠে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন জ্যোতি জানান, জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন আনার কথা ভাবছে কেন্দ্র।
আরও পড়ুন : ফের স্থগিতাদেশ, আগামীকাল ফাঁসি হচ্ছে না নির্ভয়াকান্ডে অপরাধীদের
তিনি আরও জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বার্থে যেকোন ধরনের সাহসী পদক্ষেপ নিতে পারেন বলে জানান তিনি। এই প্রসঙ্গে কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, সিএএ আইন তৈরীর উল্লেখ করে প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের প্রশংসাও করেন এই বিজেপি নেত্রী। আজকের এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উন্নাও-এর বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।