আন্তর্জাতিকনিউজ

কিমের নির্দেশে করোনা আক্রান্তকে গুলি করে হত্যা উত্তর কোরিয়ায়, চাঞ্চল্য গোটা দেশ

Advertisement

গোটাবিশ্বে করোনা আতঙ্কে প্রতিনিয়ত চিন্তিত মানুষ। ৫৬টি দেশে ছড়িয়ে পড়েছে মারণ করোনা ভাইরাস। চিনে মৃত্যুর হাহাকার, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার মানুষের। আক্রান্তের সংখ্যা ৮০ হাজার। হুবেই প্রদেশের রাজধানী ইউহান-সহ বেশ কয়েকটি শহর লকডাউন করে দিয়েছে প্রশাসন। পরিস্থিতি দিনে দিনে নাগালের বাইরে চলে যাচ্ছে, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস, বাজার ও কারখানা।

এবার সেই করোনা ভাইরাসে আক্রান্তকে উত্তর কোরিয়ায় গুলি করার খবরে চাঞ্চল্য। তাঁর দেশে করোনা ভাইরাস ঢুকলে ফল ভাল হবে না এমনটা আগেই জানিয়েছিলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। তার রোষে পড়ে এতদিনে প্রাণ হারিয়েছে বহু প্রভাবশালী সেনা আধিকারিক, আমলা, এমনকি তার ভাই ।

আরও পড়ুন : বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৩০০০, মহামারী ছড়িয়ে পড়ে ৬০ টিরও বেশি দেশে

স্বৈরশাসক কিমের নির্দেশে উত্তর কোরিয়ার প্রথম নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্তকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করছে চিনের একটি সংবাদ সংস্থা। অবশ্য তারা তথ্যটি পেয়েছে টুইটার অ্যাকাউন্ট ‘@সিক্রেট_বেজিং’ থেকে। এই অ্যাকাউন্টের মালিক চিন ও তার পরিধির বাইরে এক জন সামাজিক পর্যবেক্ষক বিশ্লেষক। প্রতিবেদনে সিঙ্গাপুরের সংস্থাটি জানিয়েছে, একটি টুইটার অ্যাকাউন্ট থেকে রোগী হত্যার তথ্যটি পেয়েছে তারা। কিন্তু ওই অ্যাকাউন্টের সত্যতা সম্পর্কে কিছু জানানো হয়নি। টুইটার অ্যাকাউন্টটি হল ‘@সিক্রেট_বেজিং’।

অ্যাকাউন্টের মালিক নিজের পরিচয়ে জানিয়েছেন, তিনি চিন ও তার পরিধির বাইরে এক জন সামাজিক পর্যবেক্ষক ও বিশ্লেষক। তার এই টুইট টি ভাইরাল হয়ে যায়। নেটদুনিয়ায় খবরটি ছড়িয়ে পড়লেও এই বিষয়ে যথারীতি মুখ খোলেনি পিয়ংইয়ং। এর আগেও বহুবার তার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। বিরোধীদের উপর হিংস্র কুকুর লেলিয়ে হত্যার হোক বা নিজের সৎভাই কিম জং নামকেও বিষপ্রয়োগের মাধ্যমে হত্যা হোক। উত্তর কোরিয়ার এই একনায়কের বিরুদ্ধে এই সব অভিযোগের পর এবার করোনা আক্রান্তকে তার নির্দেশে হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles

Back to top button