এক সপ্তাহ আগে নিয়ন্ত্রণে এসেছে উত্তর পূর্ব দিল্লির দাঙ্গা পরিস্থিতি। তারপর থেকেই ক্ষতির পরিমাণ নিয়ে জল্পনা ছড়িয়েছে। তবে পরিস্থিতি খতিয়ে দেখতে ও ক্ষতির পরিমাণ নির্ধারিত করতে জেলাশাসক পদ মর্যাদার আধিকারিকদের নেতৃত্বে গঠিত ১৮ টি টিমকে দাঙ্গা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে পাঠান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার থেকে কাজ করছে সেই টিম।
রবিবার রাত পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার একটি রিপোর্ট প্রকাশ করা হয়। যাতে উঠেছে চাঞ্চল্যকর তথ্য। এই তদন্ত রিপোর্টে উত্তর পূর্ব দিল্লির জেলাশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, ‘গত সপ্তাহের দাঙ্গায় ১২২ টি বাড়ি, ৩২২ টি দোকান ও ৩০১ টি গাড়ি সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ শুধু তাই নয় ব্যাপক প্রাণহানির তথ্যও উঠে এসেছে এই আভ্যন্তরীণ তদন্তে। কমপক্ষে ৪৭ জন নিহত ও আহতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন : বড়সড় সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী, উত্তাল গোটা নেট দুনিয়া
তদন্ত এগোলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় এখনও পৌঁছাতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। ফলে চূড়ান্ত রিপোর্টে ক্ষতির পরিমাণ ব্যাপক আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।