‘সোশ্যাল মিডিয়া নয়, বিদ্বেষ ছাড়ুন’, প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া ছাড়তে চাওয়ার প্রসঙ্গে কটাক্ষ রাহুলের
সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া ছাড়ার ঈঙ্গিতপূর্ণ ট্যুইটের পর ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। অনেকেই আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন সোশ্যাল মিডিয়া না ছাড়ার, আবার অনেকেই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর ট্যুইটকে। তবে নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া ছাড়ার প্রসঙ্গে সবচেয়ে বেশি আলোচিত প্রতিক্রিয়াটি এসেছে প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর কাছ থেকে।
প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া ছাড়তে চাওয়ার প্রসঙ্গে রাহুলের কটাক্ষ, ‘সোশ্যাল মিডিয়া নয়, বিদ্বেষ ছাড়ুন।’ কংগ্রেস সাংসদের এই ট্যুইটের পর অবশ্য থেমে থাকেনি গেরুয়া শিবিরও। কর্ণাটক বিজেপির তরফে রাহুল গান্ধীকে আক্রমণ করে বলা হয়, ‘ভারতের শাসন ক্ষমতায় এখন রাজীব ফিরোজ গাঁধী বা এডভিগ আন্তোনিয়া অ্যালবিনা মেইনো (সনিয়া গাঁধীর আসল নাম) নেই। বর্তমানে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা করি, এই সত্যিটা সবাই বুঝবেন।’
আরও পড়ুন : বড়সড় সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী, উত্তাল গোটা নেট দুনিয়া
সোমবার রাতে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া ছাড়তে চাওয়ার ঈঙ্গিত দিয়ে ট্যুইট করার পর থেকেই প্রধানমন্ত্রীর ট্যুইটের কারণ অনুসন্ধানে লেগেছে নেটিজেনরা। তবে বিরোধীরা অবশ্য সমালোচনা করা থেকে বিরত হননি। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘দিল্লির ঘটনায় ভাবমূর্তি খারাপ হয়েছে। তাই হয়তো সোশ্যাল মিডিয়া ছেড়ে পালাতে চাইছেন।’ লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী জানান, আসলে জল মাপতে চাইছেন প্রধানমন্ত্রী।