অবসরের পরও মিলবে কাজ করার সুবিধা। কর্মীদের যোগান অব্যাহত রাখতে সরকারি নার্স ও চিকিৎসকদের আরও দু বছর কাজ চালিয়ে যেতে বললেন মুখ্যমন্ত্রী। তবে যোগ্য ব্যক্তিদের কাজে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এক প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে জনপ্রতিনিধিদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান।
একটি বাংলা সংবাদমাধ্যম দাবি করেছেন, রাজ্যে নার্স ও চিকিৎসকদের সঙ্কট নিরসনে অবসরের পর আরও দু বছর কাজ চালিয়ে যেতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরফলে বাড়তি সুবিধা পাবেন সরকারি নার্স ও চিকিৎসকরা। বর্তমানে নার্সদের অবসরের বয়স ৬৫ বছর ও চিকিৎসকদের অবসরের বয়স ৬২ বছর। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নার্স ও চিকিৎসকরা যথাক্রমে ৬৭ ও ৬৪ বছর পর্যন্ত কাজ করতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দিলীপ ঘোষের পর ‘গোলি মারো’ স্লোগান সমর্থন মুকুল রায়ের
তবে সেক্ষেত্রে তাদের কাজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এদিন রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। একইসঙ্গে, স্বাস্থ্যভবনের কাছে শূন্যপদের বিষয়েও খোঁজ নেন তিনি। এ বছর কতজন নার্স ও চিকিৎসক অবসর নেবেন সে বিষয়ে তালিকা তৈরি করার নির্দেশ দেন।