নিউজ

আগামী মাসে মুহূর্তের মধ্যে ধ্বংস হতে পারে মানব সভ্যতা, সতর্ক বার্তা দিল নাসা

Advertisement

বিশাল গ্রহাণু আসছে যার জন্য আগামী মাসে ধ্বংস হতে পারে মানব সভ্যতা, এমনটাই জানাল নাসা। মহাকাশে একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে কয়েক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা৷

পৃথিবীর খুব কাছে আসবে গ্রহাণুটি৷ কোনও ভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে গোটা মানব সভ্যতা কয়েক সেকেন্ডে ধ্বংস হবে৷
আয়তনে ৪ কিলো মিটার এই গ্রহানুটি ৩১ হাজার ৩২০ কিমি প্রতি ঘণ্টায় এগিয়ে আসছে৷ এই গতিতে এগিয়ে আসতে থাকলে ২৯ এপ্রিল পৃথিবীর কাছে চলে আসবে বলে নাসা জানাচ্ছে।

আরও পড়ুন : ২০২১ সালে চাঁদে পাড়ি দেবে চন্দ্রায়ণ ৩, বড় ঘোষণা কেন্দ্রের

প্রতি ১০০ বছরে ৫০ হাজারের মধ্যে ১ বার পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা থাকে পৃথিবী ধ্বংস হতে পারে এমন খবর মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে৷ কিন্তু এবার সতর্ক করে নাসা, ইন্টারন্যাশনাল গ্রুপ অফ অ্যাস্ট্রোনমারস-এর সদস্য ব্রুস বেটস জানায় ছোট ছোট গ্রহাণু যা মাঝে মাঝে পৃথিবীর কাছে আসে, অ্যাটমোস্ফিয়ারেই ধ্বংস হয়ে যায় সেগুলি৷ কিন্তু এই গ্রহাণুটি বড়৷ যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে, তা হলে মানবসভ্যতা শেষ হবে৷

Related Articles

Back to top button