কলকাতা সহ সারা দেশে হোলির আগের দিন সামান্য কমলো সোনার দাম। এর আগে সোনার দাম রেকর্ড ৪৫,০০০ ছাড়িয়েছিল। যা আজ সামান্য কমলেও এখনো ধরাছোঁয়ার বাইরেই বলা যায়। শনিবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৪,৮৮০ টাকা।
২৪ ক্যারেট সোনার দামে পাশাপাশি সামান্য দাম কমেছে ২২ ক্যারেট গহনা সোনার দামও। আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৩,৬৫০ টাকা। সোনার পাশাপাশি দাম সামান্য কমেছে রুপোরও। আজ প্রতি কেজি রুপোর দাম ৪৭,১৭০ টাকা, যা দুদিন আগেই ৫০,০০০ এর কাছে পৌঁছে গেছিলো।
আরও পড়ুন : আপনি কি ইয়েস ব্যাংকের গ্রাহক? এই পরিস্থিতিতেও তুলতে পারবেন ৫ লক্ষ টাকা
করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই বিশ্ব জুড়ে বেড়েছে সোনার দাম। সেই ধারা বজায় রেখে ভারতেও ক্রমশ উপর নিচ হচ্ছে সোনার দাম।