বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
জম্মু ও কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এর জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহ জুড়ে লাগাতার বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। মাঝে বসন্ত উৎসবের দিন কোনরূপ বিঘ্ন ঘটায়নি বৃষ্টি। তবে, এবার আবারও তার খেল দেখাতে ময়দানে হাজির বরুণ দেব। সোমবার দোলের দিন ও মঙ্গলবার হোলির দিন নির্বিঘ্নে আনন্দ উৎসব কাটালো বাঙালিরা।
কিন্তু এই রোদ ঝলমলে আবহাওয়া দীর্ঘস্থায়ী হলো না। ক্ষণস্থায়ী আনন্দের পরিবেশে আশঙ্কার ছায়া নিয়ে এলো বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির প্রভাব দেখা যাবে। বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের জেলাগুলোতেও।
আরও পড়ুন : করোনা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি’তে ভর্তি আরও ২ জন
দোলের পরই আবহাওয়ার এই পরিবর্তন আসলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই দেখা যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দোলের সময় বেশ মনোরম আবহাওয়া বিরাজ করছে। বর্তমানে দিনের বেলা উষ্ণতা থাকলেও রাতের দিকে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।