দেশনিউজ

করোনা আতঙ্কে জারি সরকারি নির্দেশ, কেরালায় বন্ধ সমস্ত সিনেমা হল

Advertisement

দেশে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হলো দক্ষিণের কেরালা। প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। তাই করোনা আটকাতে কেরালা সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। ভিনদেশের কর্মস্থল থেকে ফিরে কেরালার যুবকদের উপর নজর রাখা হয়েছে। রাজ্যের সমস্ত হাসপাতালেই তৈরী করা হয়েছে। এছাড়াও কোন ভাবেই যাতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেদিকেও বিশেষ নজর দিচ্ছে বিজয়ন সরকার।

এক জায়গায় বেশি লোক জড়ো হয়ে নোভেল ভাইরাস করোনা যাতে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন কেরালার বাম সরকার। ইতিমধ্যে নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত সিনেমা হলকে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে। আগামী ৩১ শে মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

আরও পড়ুন : বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের, করোনা ভাইরাসের সমস্ত আপডেট পেতে বাজারে আসলো মোবাইল অ্যাপ

তিনি বলেন, ‘এক জায়গায় অনেক মানুষ জড়ো হলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হলগুলো। পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এদিকে, করোনা আতঙ্কের পাশাপাশি কলেরার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্ট্রিট ফুট কর্নারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।

Related Articles

Back to top button