বিধ্বংসী আগুন ঢাকুরিয়ায়। ঢাকুরিয়া সংলগ্ন সেলিমপুরে আগুন লেগে ভস্মীভূত বেশ কয়েকটি রেল ঝুপড়ি। জানা যাচ্ছে, শনিবার রাত আটটার কিছু আগে আগুন লাগে রেললাইন সংলগ্ন ওই ঝুপড়ি গুলোতে। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আগুন লাগার কিছুসময়ের মধ্যেই ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন পৌঁছায়। দেড় ঘন্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যাচ্ছে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কোনো একটি ঝুপড়ি থেকে অসাবধানতাবশত রান্না করার সময় আগুন লাগে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ৩ বার কাপ আসলো কলকাতায়, খুশির হাওয়া শহর জুড়ে
দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েকটি ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার পর আতঙ্কে বাসিন্দারা রেললাইনে নেমে আসেন, ফলে বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। প্রায় দেড় ঘন্টা পর দমকল আগুন নিয়ন্ত্রণে আনলে আবার স্বাভাবিক হয় ট্রেন চলাচল।