শেয়ার বাজারের ধস অব্যাহত, সেনসেক্স পড়ল ২০০০ পয়েন্টে
শেয়ার বাজারের ধস অব্যাহত। সপ্তাহের শুরুতে বাজার খুলতেই ধস নামল শেয়ার বাজারে। সোমবার নিম্নমুখী সেনসেক্স ও নিফটি। সোমবার সেনসেক্স নেমেছে ২০০০ পয়েন্ট। আর নিফটি নেমেছে প্রায় ৫০০ পয়েন্ট।
করোনার জেরে এই ধস মার্কেটে। এর প্রভাব ব্যাঙ্ক ও আইটি সেক্টরগুলিতে পড়েছে। ইনডলসিন্ড ব্যাঙ্ক ১২ শতাংশ নিচে নেমেছে। এছাড়া টাইটান, টাটা স্টিল ,বাজাজ ফিন্যান্স এবং এক্সিস ব্যাঙ্ক-র শেয়ার সূচক অনেক নিম্নমুখী। তবে স্টেট ব্যাঙ্কের পশে থাকার দৌলতে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম কিছটা বেড়েছে। এছাড়া অপরিশোধিত তেলের দাম কমাতে শেয়ার বাজারে তার প্রভাব পড়ছে।
আরও পড়ুন : সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও, জানুন আজকের সোনার ও রুপোর দাম
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার জানিয়েছিল যে বিশ্ব মার্কেটকে মনিটরিং করা হচ্ছে। তারা মার্কেটকে শক্তিশালী ও ঠিক করার জন্য চেষ্টা করছেন। তবে বিশেষজ্ঞদের মতে ২০০৮ সালের ভয়াবহ বাজার সৃষ্টি হতে পারে। তবে এর পুরো কারণটাই হল করোনা ভাইরাস বলে তারা মনে করছেন।