Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ব্যবসা বন্ধ করুন, করোনা মোকাবিলায় সহযোগিতা করুন’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Updated :  Thursday, March 19, 2020 7:43 PM

বৃহস্পতিবার করোনা সংক্রান্ত ‘রিভিউ’ বৈঠকের ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেকোন ধরনের পরিস্থিতির মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি ঠেকাতে পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। দোকান – বাজার বন্ধ হয়ে গুজব ছড়াচ্ছে একশ্রেণির মানুষ। এই ধরনের কোন পরিস্থিতি গড়ে ওঠার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যথেষ্ট খাদ্য সামগ্রী মজুত রয়েছে। দোকান – বাজার বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই। অতিরিক্ত পণ্য সামগ্রী সঞ্চয় করলে প্রশাসন ব্যবস্থা নেবে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।’

এদিন, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সহযোগিতার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। সরকারের সঙ্গে সহযোগিতা করে বেসরকারি হাসপাতালগুলোকে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, ‘এটা ব্যবসা বাড়ানোর সময় নয়। এখন সহযোগিতার সময়।’ এদিন আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান তিনি। বেলেঘাটা, আরজি কর, বাঙ্গুর সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন বেড বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : BREAKING : করোনা ভাইরাসে চতুর্থ মৃত্যু ভারতে

এছাড়াও, বিদেশ ফেরত আসা ডাক্তারদের বাধ্যতামূলক আইসোলেশন বা কোয়েন্টারাইনে থাকা, সরকারি ও বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা, মাস্ক ও প্রোটেক্টিভ ইকুইভমেন্ট সরঞ্জামের ব্যবস্থা করার কথা বলেন মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের গাইডলাইন এসে পৌঁছালে তা তৎক্ষণাৎ বেসরকারি হাসপাতালগুলোকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।