Today Trending Newsদেশনিউজ

‘জনতা কার্ফু’ সফল করতে রবিবার ৩,৭০০ এর বেশি ট্রেন বাতিল দেশ জুড়ে, সিদ্ধান্ত রেলের

Advertisement

ভারতীয় রেলওয়ে শুক্রবার জানিয়েছে, রবিবার ‘জনতা কারফিউ’র এর জন্যে সারা দেশ জুড়ে ৩,৭০০ এর বেশি প্যাসেঞ্জার এবং মেল ও দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্যেশ্যে ভাষণে, রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন। করোনা ভাইরাস রুখতে ভারতের সাধারণ মানুষকে তিনি অনুরোধ করেছিলেন রবিবার একদিনের জন্য জনতা কার্ফুটে অংশগ্রহণ করার জন্য।

সেই জনতা কার্ফু সফল করার জন্যেই রেলওয়ের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ের আদেশ অনুসারে, ‘শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত দশটা পর্যন্ত দেশের কোনো ষ্টেশন থেকে কোনো প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেন চলবেনা। এছাড়া লোকাল ট্রেনও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রেলওয়ের তরফে।

রেলওয়ে বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং সেকেন্দ্রাবাদের শহরতলিতে রেল পরিষেবা একদম কমিয়ে দেওয়া হবে রবিবার। খুব অল্প কিছু সংখ্যক ট্রেন চলবে বলে জানানো হয়েছে রেলের তরফে। প্রায় ২,৪০০ লোকাল ট্রেন বাতিল থাকবে রবিবার। করোনা ভাইরাসের জেরে টিকিট ক্যানসেল হওয়ায় ইতিমধ্যেই দেশ জুড়ে কয়েক হাজার ট্রেন বাতিল করেছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে ক্যানসেল করা টিকিটের ক্ষেত্রে কোনো ক্যান্সলেশন চার্জ লাগবেনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সাধারণ মানুষকে রবিবার সকাল ৭টা থেকে জনতা কার্ফু ঘোষণা করেছিলেন। রবিবার সকাল ৭ টা থেকে ১৪ ঘন্টার জন্য বিশেষ দরকার না থাকলে কাউকে বাড়ির না বাইরে বেরোতে অনুরোধ করেছিলেন তিনি। যদিও প্রধানমন্ত্রীর এই ঘোষণা সম্পূর্ণ জনতার ইচ্ছার উপর ছিল, তবে রেলের তরফে ট্রেন বন্ধ রেখে এতে পূর্ন সমর্থন করার উদ্যোগ নেওয়া হয়।

Related Articles

Back to top button