Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BREAKING : করোনা ভাইরাসে চতুর্থ আক্রান্ত কলকাতায়

করোনা ভাইরাসে আক্রান্ত চতুর্থ জনের খোঁজ মিলল কলকাতায়। ৫৪ বছরের ওই ব্যক্তি সল্টলেকের একটি হাসপাতালে কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। সেখানেই তাঁর করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়, সেই পরীক্ষাতেই…

Avatar

করোনা ভাইরাসে আক্রান্ত চতুর্থ জনের খোঁজ মিলল কলকাতায়। ৫৪ বছরের ওই ব্যক্তি সল্টলেকের একটি হাসপাতালে কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। সেখানেই তাঁর করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়, সেই পরীক্ষাতেই তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই ব্যক্তি বিগত কিছুদিনের মধ্যে বাইরে কোথাও জাননি বা বিদেশ থেকে ফেরেননি। অর্থাৎ এই প্রথমবারের জন্য রাজ্যের মধ্য থেকেই করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেলো। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তি প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : করোনা : লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ক্রমশ ভয়াবহ অবস্থার দিকে এগোচ্ছে দেশ

কিন্তু শ্বাসকষ্টের ধরণ দেখে হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানেই প্রথমে পজিটিভ পাওয়া যায়। নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয়বার তাঁর লালারস পুণে পাঠানো হয় পরীক্ষার জন্যে। সেই পরীক্ষার ফল থেকেই নিশ্চিত হওয়া গেছে ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত।

About Author