Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১২ জন যাত্রীর দেহে করোনা ভাইরাস, রেল পথে যাত্রা সুরক্ষিত নয়, সতর্ক করলো রেল

ভারতে ক্রমেই নিজের প্রতিপত্তি বিস্তার করেছে নোভেল করোনা ভাইরাস। ক্রমেই ছড়িয়ে পড়ছে এবং বাড়ছে সংক্রমণের হার। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে…

Avatar

ভারতে ক্রমেই নিজের প্রতিপত্তি বিস্তার করেছে নোভেল করোনা ভাইরাস। ক্রমেই ছড়িয়ে পড়ছে এবং বাড়ছে সংক্রমণের হার। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২৩ জন। এমন ভাবেই প্রতিদিন দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার ফলে লক ডাউন হয়ে গিয়েছে দেশের অনেক শহর। চীন, ইতালি, স্পেন, জাপান, ইরানেও বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

এমন জরুরি অবস্থায় শনিবার ভারতীয় রেলের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। শুধু বিমানেই নয়, ট্রেন চলাচলের মাধ্যমেও বাড়তে পারে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের হার। যার ফলে রেলের তরফ থেকে টুইট করা হয়েছে, ‘বেশ কয়েকজন রেল যাত্রীর শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। এরফলে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের রেলযাত্রা বন্ধ রাখুন এবং বাকিদের সুরক্ষিত রাখুন। যাতে অন্যদের পরিস্থিতি ঝুকিপূর্ণ না হয়।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : BREAKING : করোনা ভাইরাসে চতুর্থ আক্রান্ত কলকাতায়

রেলের তরফে জানান হয়েছে, গত ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে ট্রেনে যাতায়াত করা ১২ জন যাত্রীর দেহে কোভিড-১৯ এর নমুনা পাওয়া গিয়েছে। যার ফলে রেলের তরফ থেকে বলা হয়েছে, বর্তমানে রেল পথে যাত্রা মোটেই সুরক্ষিত নয়। কারন এই অসুখটি মারাত্মক ছোঁয়াচে। এছাড়া রেলের তরফে আরও জানান হয়েছে, শনিবার মধ্যরাত থেকেই সমস্ত প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। লোকাল ট্রেনও অল্প পরিমানে চলবে। এছাড়াও ভারতীয় রেলের তরফ থেকে বলা হয়েছে, শুধুমাত্র রাজধানী, দুরন্ত এবং শতাব্দী এক্সপ্রেসে খাবারের ব্যবস্থা থাকবে। আর কোনও ট্রেনে খাবার দেওয়া হবে না৷ যাত্রীরা নিজেদের প্রয়োজনে ই-ক্যাটারিংয়ের সাহায্য নিতে পারেন৷ ট্রেনে শুধুমাত্র বিক্রি করা যাবে চা ও কফি ৷

About Author