আজ গোটা ভারতবর্ষ কার্যত গৃহবন্দী। মারণ ভাইরাসের কবল থেকে বাঁচতে জনতা কার্ফু-র সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আজ সেই কার্ফু পালন করার দিন। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে করা ভাষণে মোদীজি রবিবার সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু-র আবেদন জানান। আজ তাই স্তব্দ গোটা ভারতবর্ষ।
বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রমাগত ভারত স্টেজ ২ থেকে স্টেজ ৩-র দিকে এগোচ্ছে। আক্রান্তের সংখ্যা ৩০০ পেরিয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। ভারতের সব দেশেই করোনার থাবা বসেছে। তাই আজ প্রত্যেক নাগরিকের জন্য ১৪ ঘন্টা সেলফ-কোয়ারেন্টিন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরফলে করোনাভাইরাস সংক্রমণের প্রভাব কমবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ‘কয়েক দিনের জন্য যে যেখানে রয়েছেন সেখানেই থাকুন’, দেশবাসীকে অনুরোধ প্রধানমন্ত্রীর
ভারতের বেশ কিছু রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে প্রায় সমস্ত লোকাল ট্রেন। দূরপাল্লার ট্রেন ও বন্ধ থাকবে। ভারতের রাজধানী দিল্লিতে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে আজ। নয়ডা ও গুরগাঁও-র মেট্রো ও বন্ধ রাখা হবে। কোলকাতাতে কয়েকটি মেট্রো চলবে। প্রধানমন্ত্রী জনতা কার্ফু-তে সবাইকে বাড়িতে থাকতে বলেছেন। ইমার্জেন্সি কাজ ছাড়া বাড়ি থেকে না বেরোনোর জন্যও আবেদন করেছেন।
এই জনতা কার্ফু একজনের থেকে ওপরজনের শরীরে ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে সাহায্য করবে। এর পাশাপাশি আগামী কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে দেশের নাগরিকদের সাহায্য করবে বলে মনে করেছেন প্রধানমন্ত্রী। তিনি জনতার দ্বারা জনগণের জন্য এই কার্ফু পালন করার আবেদন করেছেন।
Maharashtra: Deserted roads in Nagpur following commencement of #JantaCurfew from 7 am today. Prime Minister Narendra Modi had appealed for the self-imposed curfew in his address to the nation on 19th March. #COVID19 pic.twitter.com/0gDMsyAXar
— ANI (@ANI) March 22, 2020