Today Trending Newsদেশনিউজ
করোনা ঠেকাতে দেশজুড়ে বন্ধ ট্রেন চলাচল, চলবে না কোন লোকাল, দূরপাল্লার ট্রেন
Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে আজ দেশ জুড়ে জারি হয়েছে জনতা কার্ফু। এই পরিস্থিতিতে ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছিল সমস্ত যাত্রীবাহী ট্রেন রবিবারে বন্ধ থাকবে। আজ ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারতে কোনো রকমের ট্রেন চলবেনা।
শুধুমাত্র মালগাড়িই চলবে। এছাড়া অন্যকোনো ট্রেন চলবে না দেশ জুড়ে। আগামীকাল ২২ মার্চ থেকে আগামী ১০ দিন অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত কোনো ট্রেন চলবেনা। সমস্ত মেল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। দেশের চার মেট্রো শহরের মেট্রোও বন্ধ থাকবে এই সময়ে বলে জানানো হয়েছে। কেবলমাত্র মালগাড়ি চলাচল করবে।
জনতা কার্ফুর জন্য রেলের তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল রবিবার সারাদিন ৩,৭০০ এর বেশি ট্রেন দেশ জুড়ে বাতিল থাকবে, আজ একেবারে পরবর্তী ১০ দিন সমস্ত ট্রেন বন্ধ থাকার কথা জানানো হলো।