করোনার থাবা প্রাণ নিল আরও এক ব্যক্তির। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে এখনও পর্যন্ত শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে আগেই দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে। এবার আরও একজনের মৃত্যু হওয়ায় মহারাষ্ট্রে তিন জন করোনা আক্রান্তের মৃত্যু হল।
তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া এই ব্যক্তি ভারতীয় নন, জানা গেছে তিনি ফিলিপিন্সের নাগরিক। এখনো পর্যন্ত ভারতে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধীক।
আরও পড়ুন : ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ভারতে ৪১৮, শীর্ষে মহারাষ্ট্রে
৬৮ বছর বয়সী ফিলিপিন্সের এই বাসিন্দা কিছুদিন আগে ভারতে আসেন, ১৩ মার্চ ও-ই ব্যক্তিকে শারীরিক অসুস্থার কারণে ভর্তি করা হয় হাসপাতালে। করোনা পরীক্ষায় প্রাথমিক রিপোর্ট তার পজিটিভ আসলে প্রথমে তাকে মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে মৃত্যু হওয়া ওই ব্যক্তির
চিকিৎসকরা জানিয়েছেন তার ডায়াবিটিয় ও অ্যাসথমার সমস্যা ছিল।