Today Trending Newsকলকাতানিউজরাজ্য

কলকাতায় প্রথম করোনাতে মৃত ব্যক্তির সহকর্মীর অবস্থা সঙ্কটজনক, ভর্তি হাসপাতালে

Advertisement

গতকাল কলকাতার  দমদমে মৃত ব্যক্তির এক সহকর্মী গুরুতর অবস্থাতে হাসপাতালে ভর্তি। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে করোনার পরীক্ষাও করা হয়েছে, তবে এখনও তাঁর রিপোর্ট আসেনি।

অসুস্থ ব্যক্তির সাথে মৃত ব্যক্তির সংস্পর্শ ঘটেছে বলেও অনুমান ডাক্তারদের। আরও লোকেদের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। পুরোটাই অনুমান চিকিৎসকদের। এখনই বিশেষ কিছু বলা যাচ্ছে না। অসুস্থ ব্যক্তিকে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে জানা গেছে।

সোমবার কলকাতায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়। গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তি পেশায় রেলকর্মী ছিলেন। তার মৃত্যুর ঘটনাতে গভীর শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। এর পাশাপাশি রাজ্যে আরও দুজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। দুজনেই বিদেশ থেকে এসেছেন। একজন মিশর ও অন্যজন লন্ডন থেকে ফিরেছেন। রাজ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ।

Related Articles

Back to top button