৫ টি বড় আর্থিক ঘোষণা, জানুন কী কী সুবিধা পাবেন সাধারন মানুষরা
করোনাভাইরাসের প্রভাবে শুধু মানুষ সমস্যাতে পড়েছে তা নয়, সমস্যাতে পড়েছে গোটা দেশ তথা বিশ্বের অর্থনীতি। ভারতের সমস্ত ছোটো, বড়ো, মাঝারি ব্যবসা থেকে সমস্ত বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে। এরকম পরিস্থিতিতে আজ সমাজের সব স্তরের মানুষের জন্য বেশ কিছু ছাড়ের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
তিনি দেশের মানুষের জন্য কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, একনজরে দেখে নিন –
১) চলতিবছর অর্থাৎ ২০১৮-২০১৯ আর্থিক বছরের আয়কর জমা দেবার শেষ তারিখ ছিল ৩১ মার্চ। সেটাকে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। এছাড়া আয়কর দেরিতে দিলে যে পরিমান সুদ দিতে হত সেটাও কমিয়ে দেওয়া হয়েছে। আগে ১২ শতাংশ সুদ দিতে হত এখন সেটা ৯ শতাংশ করা হয়েছে।
২) আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩১ মার্চ। এই লিঙ্কের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
৩) ডেবিট কার্ড গ্রাহকরা আগামী ৯০ দিন যে কোনও ব্যাঙ্ক থেকে যতবার খুশি টাকা তুলবেন, কোনো চার্জ কাটা হবে না।
৪) জিএসটি রিটার্ন জমা দেবার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।
৫) এছাড়া এখন কোনও ব্যাঙ্কেই মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক করা নেই। তাই গ্রাহকরা প্রয়োজনে সব টাকা তুলে নিতে পারবেন।