আন্তর্জাতিকনিউজ

খুব তাড়াতাড়ি করোনার হাত থেকে মুক্তি পাবে গোটা বিশ্ব, পূর্বাভাস নোবেলজয়ী বিজ্ঞানীর

Advertisement

সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু মৃত্যু আর মৃত্যু। বাড়িতে বসে সময় কাটানোর জন্য যতই মানুষ নিজেকে আনন্দের মগ্ন রাখুন কিন্তু ভেতরে ভেতরে ভয় সকলেরই আছে। সকলেই একটাই চিন্তা করছেন যে কি হতে চলেছে, আর কত লোকের মৃত্যু হবে এইভাবে? একজন নোবেলজয়ী বিজ্ঞানী লেভিট, তিনি বলেছেন খুব কম সময়ের মধ্যেই বিশ্ব আবার ঘুরে দাঁড়াবে,তার নিজের জায়গায়। বিশ্ব করোনা ভাইরাস মুক্ত হবে। বিজ্ঞানী বলেছেন যে, নাটকীয়ভাবে যেভাবে মৃত্যুর পরিমাণটা কমেছে, তাতে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি বিশ্ব করোনা মুক্ত হবে। আগামী ১৫ দিনের মধ্যে চীন অনেকটা সামলে উঠবে।

মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে ঠিক কথা, কিন্তু অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় নানান রকম পোস্ট দেখে। যদিও সোশ্যাল মিডিয়াই হলো একমাত্র বিশ্বকে জানার উপায় এই মুহূর্তে আমাদের। আশা করা যাচ্ছে চীন এই মার্চ মাসের মধ্যেই তার দেশ থেকে করোনাভাইরাস মুক্ত করতে সক্ষম হবে। ইতালির অবস্থা সবচেয়ে সংকটজনক। ইতালিতে মৃত্যু-মিছিল চলে যাচ্ছে। ডাক্তার-নার্সরা আপ্রাণ চেষ্টা করে চলেছেন।

তবে চীন যেভাবে ঘুরে দাঁড়িয়েছে অন্যান্যরাও যদি এইভাবে চেষ্টা করে, আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই করোনাভাইরাস কে নিধন করা সম্ভব হবে। তাছাড়া প্রতিটি দেশই তাদের নিজের মতন করে প্রতিষেধক ওষুধ বার করার চেষ্টা করছে। স্থায়ী কোন ওষুধ তৈরি না হলেও চলছে পরীক্ষা-নিরীক্ষা। এতগুলো মানুষের এই নিঃস্বার্থ পরিশ্রম বিফলে যাবে না। শুধু ডাক্তার-নার্সদের পরিশ্রমে নয়, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে বাড়িতে থেকে। কিছুদিন গৃহবন্দী থাকতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যা যা বলছেন তা আমাদের মেনে চলতে হবে।

Related Articles

Back to top button