Today Trending Newsদেশ

জীবাণুনাশক স্প্রে করা হয়েছে শ্রমিকদের উপর, ঘটনার তিব্র নিন্দা প্রিয়াঙ্কা গাঁধীর

Advertisement

সারা দেশে লক ডাউন বিধি জারি থাকার পরেও গত শনিবার দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালের ছবি দেখে শিহরিত দেশবাসী। বাড়ি ফেরার জন্য স্বাস্থ্যবিধি শিকেয় তুলে বাসের অপেক্ষায় শয়ে-শয়ে শ্রমিক ও তাঁর পরিবার। কারন কাজকর্ম বন্ধ থাকার কারনে মালিক আর শ্রমিকদের দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ। তার ফলেই তাঁরা পায়ে হেটে অথবা বাসে বাদুড় ঝোলা হয়ে বাড়ি ফিরছেন। করোনার প্রকোপে সংক্রমণের সংখ্যা পার করেছে ১০০০।

এরফলে ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা যখন নিজেদের রাজ্যে প্রবেশ করছেন তখনই প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। ওই ভিডিও দেখে টুইটারে সোচ্চার হয়েছেন প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপরে জীবাণুনাশক স্প্রে করে চলেছে একদল প্রোটেকটিভ গিয়ার পরিহিত একদল লোক। কারন তাঁদের দেহে যদি করোনার জীবাণু থাকে তা ধ্বংস হবে। সেই শ্রমিকদের মধ্যে রয়েছেন শিশু ও মহিলারাও।

টুইটারে প্রিয়াঙ্কা গাঁধী বঢরা লিখেছেন, “উত্তরপ্রদেশ সরকারকে আবেদন, এই শ্রমিকদের উপর এমন অমানবিক আচরণ করবেন না। কারন তারা ইতিমধ্যেই অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। তাদের স্বাস্থ্যের ক্ষতি হবে।” তবে পুলিশ এই ঘটনায় দর্শকের ভূমিকা পালন করেছে। তবে এই টুইটের উত্তরে উত্তরপ্রদেশের এক সরকারি কর্মী অবশ্য জানিয়েছেন, “সকলকে স্যানিটাইজ করতেই এই ব্যবস্থা। তাঁদের ক্লোরিন ও জল মিশিয়ে স্প্রে করা হয়েছে। কোনও রাসায়নিক দ্রবণ নয়। “

Related Articles

Back to top button