Today Trending Newsকলকাতাদেশনিউজবাজারদর

একলাফে ৬৫ টাকা কমলো ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

Advertisement

সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। দাম কমেছে রান্নার গ্যাসের। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ৬৫ টাকা করে কমে হয়েছে ৭৭৪ টাকা ৫০ পয়সা। আর ১৯ কেজি সিলিন্ডারের দাম ১০১ টাকা ৫০ পয়সা কমে হয়েছে ১৩৪৮ টাকা ৫০ পয়সা।

তবে গ্যাসের দাম কমলেও আজ দেশে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ১ টাকা ১ পয়সা, দাম হয়েছে ৭৩ টাকা ৩০ পয়সা। আর ডিজেলের দাম প্রতি লিটারে ১ টাকা বেড়ে হয়েছে ৬৫ টাকা ৬২ পয়সা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি  ২০ হাজার মার্কিন ডলারের নিচে নেমে এলেও দেশে আজ বেড়েছে পেট্রোল- ডিজেলের দাম। দেশ জুড়ে ২১ দিনের লকডাউনের জেরে পেট্রোল, ডিজেলের দাম ওঠানামা করছে। গ্যাসের দামের ক্ষেত্রেও এক অবস্থা। কয়েকদিন আগে গ্যাসের দাম অনেকটাই বেড়েছিল, যার ফলে সাধারণ মানুষের খুব অসুবিধা হয়েছিল। তবে আজ রান্নার গ্যাসের দাম কমায় সাধারণ মানুষের একটু সুবিধা হবেই বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button