ভয়াবহ পরিস্থিতিতে সাহায্যের প্রয়োজন হলে যোগাযোগ করুন আমার দপ্তরে, রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর
বিশ্ব জুড়ে ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে চলেছে মানব সভ্যতা। কোভিড ১৯-এর আক্রমণে দিশেহারা দেখাচ্ছে প্রথম বিশ্বের দেশগুলোকে। ভারতেও ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাসের প্রভাব। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ২৭ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। ক্রমশ ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে বাংলায়। এই অবস্থায় দাঁড়িয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন তিনি। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতদিন নিরলস পরিশ্রম করে বাংলাকে করোনা মুক্ত করতে লড়াই করে চলেছেন।
তিনি বারবার আবেদন জানিয়েছেন, আতঙ্ক নয়, সচেতন হোন। মানুষের সচেতনতার মাধ্যমেই নির্মূল করা যেতে পারে করোনা ভাইরাসকে। মানুষের পাশে থেকে, মানুষের মনে সাহস জুগিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা আতঙ্কের মধ্যে মানুষের যে কোন সমস্যায় বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন সহ একাধিক পদক্ষেপ নিয়েছেন সাধারণ মানুষের সুবিধার্থে। ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের সমস্যার সমাধান করতে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন তিনি।
এবার বাংলার মানুষকে ভালো থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, যে কোন সমস্যায় তাঁর দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। কারো কোন প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিক সৌম হালদারের সঙ্গে যোগাযোগ করতে বললেন তিনি। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় খুব শীঘ্রই এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবো আমরা।’