কলকাতানিউজরাজ্য

প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস বাংলায়, ৪০-৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া

Advertisement

ভ্যাপসা গরম থেকে মিলতে পারে স্বস্তি। হাওয়া অফিসের সূত্র অনুযায়ী ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বেশ কয়েকদিন ধরে রাজ্যে তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকছে। এবার কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আদ্রতা এবং বাংলাদেশের উপর ঘূর্নাবাতের জেরেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মাঝারি থেকে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, হাওড়া ও দুই ২৪ পরগনা জেলাতে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে যে পশ্চিম ও উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই বৃষ্টি হলে কলকাতায় সাময়িক হলেও স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ ও তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রির বেশি। তবে রাজ্যের বিভিন্ন জেলাতে তাপমাত্রা ৩৮ ডিগ্রির উপরেও ছিল। গতকাল দক্ষিণ কলকাতার বেশ কিছু জেলাতে সন্ধ্যের পর ঝড়-বৃষ্টি ও হয়েছিল। উলুবেড়িয়াতে শিলাবৃষ্টি হয়েছিল বলে সূত্রের খবর।

Related Articles

Back to top button