Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লাইনে ভিড়ে অপেক্ষা নয়, চেয়ারে বসেই মিলছে রেশন

Updated :  Saturday, April 4, 2020 5:06 PM

করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ গ্রহণ করল রেশন দোকান। ঘটনাটি নদীয়া জেলার চাকদহের রঞ্জন পল্লীর। সাধারণ মানুষ যাতে রেশন নিতে সমস্যায় না পড়েন তার জন্য রেশন ডিলার কৃষ্ণেন্দু দাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

প্রথমত: উপভোক্তাদের মধ্যে রেশন নেওয়ার সময় যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় তার জন্য ৪ ফুট অন্তর চেয়ারের ব্যবস্থা করেছেন, যাতে লাইন দাঁড়ানো উপভোগ কাদের কষ্ট করে দাঁড়িয়ে থাকতে না হয়।

দ্বিতীয়ত: প্রতিবন্ধী ও বয়স্ক লোকের ক্ষেত্রে রয়েছে আলাদা  ব্যবস্থা। এ প্রসঙ্গে দোকানের মালিক কৃষ্ণেন্দু দাস বলেন ” রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কারোনা মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে চলেছেন । বারে বারে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন। তাই রেশন নেওয়ার সময় সাধারণ নাগরিকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা ও কারোর কোন অসুবিধা না হয় তার জন্যই এই ব্যবস্থা” ।তিনি আরো বলেন’ ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জন প্রান্তিক মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, আলু’ ডাল বিতরণ করেছেন। আগামী দিনেও করবেন ।