প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫ই এপ্রিল রাত ৯ টায় ঘরের সমস্ত আলো বন্ধ রেখে নয় মিনিটের জন্য মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে আবেদন করেছেন। কিন্তু এই আবেদন চিন্তায় ফেলেছে বিদ্যুৎ মন্ত্রালয়ের কর্মকর্তাদের। কারণ গোটা দেশ যদি এটি মানে তাহলে বিকল হয়ে যেতে পারে সমস্ত পাওয়ার গ্রিডগুলি। বিদ্যুৎ মন্ত্রালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে যদি নয় মিনিট বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখা হয় তাহলে প্রথমে গ্রিডের চাপ কমবে। কিন্তু এরপরই যদি আবার বিদ্যুৎ ব্যবহার শুরু হয় তবে হঠাৎ করে গ্রিডগুলোয় অনেক চাপ পড়বে, যার ফলে বিকল হয়ে যেতে পারে গ্রিডগুলি। এটি ভবিষ্যতে বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন করতে পারে গোটা দেশকে।
এর পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে যে আগামীকাল প্রধানমন্ত্রীর নির্দেশ মতো কাজ করতে গিয়ে বাড়ির পুরো বিদ্যুৎ সংযোগ একেবারে বন্ধ করে দেওয়ার কোনও দরকার নেই। এই মোমবাতি ও প্রদীপ জ্বালানোর সময় কম্পিউটার, ফ্যান, এসি বন্ধ করার দরকার নেই। বিবৃতে বলা হয়েছে যে ৫ এপ্রিল কেবল বাড়ির এল বন্ধ রাখতে বলা হয়েছে। কম্পিউটার, টিভি, ফ্যান, রেফ্রিজারেটর এবং এসি বা রাস্তার আলো বন্ধ করতে বলা হয়নি। অফিস, থানা, হাসপাতাল প্রভৃতি জায়গার আলো জ্বলবে।
এছাড়া প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাস্তার আলো জ্বালিয়ে রাখতে। প্রধানমন্ত্রী শুধু আবাসন ও বাড়ির আলো নিভাতে বলেছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, “আমি দপ্তরের সমস্ত আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে রেখেছি। আগে থেকেই তারা বাড়তি বিদ্যুতের জোগান করে রাখবেন, ফলে কোনও কারণে যদি রবিবার রাতের পর বিদ্যুৎ ঘাটতি দেখা দেয় তবে বাড়তি বিদ্যুৎ দিয়ে কাজ চালানো যাবে।”