মুকেশ আম্বানির কপালে চিন্তার ভাঁজ, ২ মাসে সম্পত্তি কমেছে ১৯০০ কোটি ডলার
করোনার প্রভাব যে শুধু গরীবদের উপরেই পড়েছে তা কিন্তু নয়। বিশ্বের সব ধনকুবেররাও এর প্রভাবে ক্ষতির মুখে পড়ছে। করোনার জেরে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি সবচেয়ে বেশি আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমান প্রায় ৪৮০০ কোটি ডলার। হুরান গ্লোবাল রিপোর্টস অনুযায়ী মুকেশ আম্বানির সম্পত্তি গত ২ মাসে প্রতিদিন প্রায় ৩০ কোটি ডলার কমছে। এই অনুযায়ী তাঁর ২ মাসে সম্পত্তি কমেছে ১৯০০ কোটি ডলার।
চীনের ওই সমীক্ষা সংস্থা জানিয়েছে মুকেশ আম্বানি এখন ৮ থেকে নেমে ১৭-তে এসেছে। বিশ্বে এখন মুকেশ আম্বানি আর্থিক ক্ষতির ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছেন। করোনার জন্যই সারা বিশ্বব্যাপী লোকসানের সম্মুখীন হচ্ছেন ধনকুবেরেরা।এছাড়া আন্তর্জাতিক তেলের বাজারেও লোকসানের জন্য মুকেশ আম্বানির ক্ষতি বেশি হয়েছে। বর্তমানে ধনকুবেরদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন আমাজন করতে জেফ বেজোস।
ভারতীয় ছাড়াও বিল গেটস, মার্ক জুকারবার্গ, মাইকেল ব্লুমবার্গের মতো বিখ্যাত ধনকুবেরদের সম্পত্তি কমেছে। শুধু মুকেশ আম্বানি নয়, ভারতের অন্যান্য ধনকুবেররাও আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছেন। উদয় কোটাকের সম্পত্তি কমেছে ২৮ শতাংশ, গৌতম আদানির সম্পত্তি কমেছে ৩৮ শতাংশ। এইসব তথ্যগুলি সবই চীনের সমীক্ষা সংস্থা সূত্রে পাওয়া গেছে।