Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নদীয়ার ৯৮ বছরের বৃদ্ধা, তাঁর জমানো ৪০৭৫ টাকা দান করলেন সঙ্কটের দিনে দুস্থ মানুষের সাহায্যার্থে

মলয় দে,নদীয়া : সারা দেশ জুড়ে চলেছে লক ডাউন । দিন আনা দিন খাওয়া মানুষ সমস্যার মধ্যে আছে তাই এগিয়ে এলেন নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম গেদের ৯৮ বছরের বৃদ্ধা হারানী…

Avatar

মলয় দে,নদীয়া : সারা দেশ জুড়ে চলেছে লক ডাউন । দিন আনা দিন খাওয়া মানুষ সমস্যার মধ্যে আছে তাই এগিয়ে এলেন নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম গেদের ৯৮ বছরের বৃদ্ধা হারানী বিশ্বাসের । উল্লেখ্য সিপিআইএম এর পক্ষ থেকে প্রান্তিক মানুষের জন্য ত্রাণ সংগ্রহে নেমে পড়ে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটি। কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন। এই খবর পাওয়া মাত্রই বৃদ্ধা তার ছেলে ভজন বিশ্বাস ও নাতি রকি বিশ্বাস এর মাধ্যমে পার্টির কর্মীদের খবর পাঠায় যে তিনি কিছু সাহায্য করতে চান।

আজ পার্টির কর্মীরা তার বাড়ি উপস্থিত হলে ওই ৯৮ বছর বয়সী বৃদ্ধা হারানী বিশ্বাস তার জমানো ৪০৭৫/- টাকা এরিয়া কমিটির সম্পাদক সুপ্রভাত দাশ এবং প্রদীপ মিত্র মহাশয়ের হাতে তুলে দেন। এই বয়সে এসে এত টাকা দান সত্যিই গর্বের বিষয়। বৃদ্ধা হারানো বিশ্বাস বলেন “কত মানুষের আজ অনাহারে দিন কাটছে । সবার মুখে হাসি ফুটুক “।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author