শ্রেয়া চ্যাটার্জি – একে তো করোনা আতঙ্ক গোটা বিশ্বকে গ্রাস করেছে, ভারতবর্ষে এখন লকডাউন চলছে, তার ওপর গোদের ওপর বিষফোঁড়া শুশুনিয়া পাহাড় এ হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠেছে। অনুমান করা যাচ্ছে শুকনো পাতা থেকেই এই আগুনের সৃষ্টি হয়েছে। গতকাল বিকেল থেকে পাহাড় থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষ, তার পরে তারা দমকলে খবর দেন। দমকল কর্মীরা গিয়ে এই আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু পুরো বনাঞ্চলের আগুন নেভানো তাদের পক্ষে সম্ভব হয়নি কারণ কোথাও হয়তো একটু আগুনের ফুলকি থেকে গিয়েছিল। যার ফলে সেই আগুন থেকে মাঝরাতে এই দাবানল একেবারে বিধ্বংসী আকার ধারণ করে।
করোনা আতঙ্কের মাঝে পাল্লা দিয়ে বেড়েছে গরম। আর পুরুলিয়া-বাঁকুড়ায় যেহেতু শুকনো গরম তাই পাতায় পাতায় ঘষা লেগে আগুন লাগতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বাতাসে উড়ে বেড়াচ্ছে আগুনের ফুলকি, আর সেই আগুনের ফুলকি পাশের গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের পর গ্রাম শেষ করে দিতে পারে এমনটাই আশঙ্কা ওখানকার গ্রামবাসীদের। বনের মধ্যে যে আগুনের প্রকোপ কতখানি তা সেখান থেকে শুয়োর, বুনো খরগোশ, শেয়ালের আর্ত চিৎকারেই বোঝা যাচ্ছে। বনাঞ্চল, বন্যপ্রাণী দের ক্ষতি হবে অনেক।
করোনা ভাইরাস এর জন্য মানুষ কার্যত গৃহবন্দি। তাই পরিবেশ খানিকটা সামলে উঠছিল। পরিবেশ দূষণ এক ধাক্কায় অনেকটা কমে গেছে। কিন্তু তার মাঝেই এ কোন দুঃস্বপ্নের খবর! আমরা তো চাই পরিবেশ ও বন্যপ্রাণী বেঁচে থাকুক। এ করোনা ভাইরাস এর জন্য তারা একটু একটু করে সেরে উঠছিল। তারই মাঝে শুশুনিয়ায় এরকম দাবানল সত্যি আমাদের মন খারাপ করে দেয়।