কলকাতানিউজ

রান্না করে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করছেন কলকাতা পুলিশ

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – লকডাউনের সময় ঈশ্বর রূপে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন কলকাতা পুলিশ। নর্থ পোর্ট থানার অন্তর্গত ভূতনাথ মন্দির, আর্মেনিয়ান ঘাট এবং ফুল বাজারের পার্শ্ববর্তী অঞ্চলে মোট ৬০০ জন দরিদ্র মানুষের হাতে রান্না করে খাবার তুলে দিলেন কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমির অফিসার কর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে পুলিশের মার তো অনেকেই দেখেছেন, সে নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু হয়তো কয়েকটা জায়গাতে, তাও সীমিত পরিসরে। তারাও তো মানুষ, মাথার ঠিক না রাখতে পেরে দু চার ঘা বসিয়ে দিয়েছেন। কিন্তু পুলিশের আসল রূপ দেখা যাচ্ছে এদের মধ্যে দিয়ে। যারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন শহরের একটি মানুষও যাতে অভুক্ত না থাকে। মন্দির, মসজিদ, গির্জা আজ বন্ধ, কারণ ভগবান, ঈশ্বর, আল্লাহ রূপে হাসপাতালের ডাক্তার, নার্স এবং রাস্তায় পুলিশরা রয়েছেন মানুষকে বাঁচাতে।

সাধারণ মানুষগুলোর কাছে এনারা ভগবানের মত। এরা উদ্যোগী নাহলে এই মানুষগুলো হয়তো না খেতে পেয়ে মারা যেত। পুলিশ কথাটা শুনলেই বুকের মধ্যেটা হয়তো কাঁপতে শুরু করলেও এই মানুষগুলো ঈশ্বরের রূপ নিয়ে সাধারণ মানুষের সামনে এসেছেন। কাঠফাটা রোদের মধ্যে তারা তাদের কাজ করে চলেছেন। এই জন্য তাদের স্যালুট জানাতে হয়।

Related Articles

Back to top button