Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BREAKING: রবিবার সন্ধ্যেবেলায় দিল্লিতে ভূমিকম্প! কম্পনের মাত্রা ৩.৫

Updated :  Sunday, April 12, 2020 6:01 PM

দিল্লির NCR এলাকা এবং আশেপাশের এলাকাতে রবিবার সন্ধ্যেবেলায় ভূমিকম্পন অনুভূত হয়েছে। সূত্র অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৫। ভূমিকম্পের উপকেন্দ্র দিল্লি-উত্তরপ্রদেশের বর্ডার। বিকেল ৫ টা ৪৫ মিনিট নাগাদ এই কম্পন হয়েছে বলে জানা গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

লকডাউনের জন্য আমজনতা এখন বাড়ির ভিতরে এবং তারা এই ভূমিকম্পের কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তবে এই ভূমিকম্পের জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। দিল্লির বিভিন্ন বহুতল থেকে মানুষ রাস্তায় নেমে আসেন। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ট থেকে প্রায় ৬.৫ কিলোমিটার গভীরে বলে জানা গেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন,” দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। আমি প্রত্যেকের নিরাপত্তার জন্যই প্রার্থনা করছি।”