Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বেলেঘাটা আইডি হাসপাতালে কাজ করার জেরে সামাজিক বয়কট, নদীয়ার নপাড়ার স্বাস্থ্যকর্মীর

মলয় দে নদীয়া : বন্ধ বাড়িতে দুধ দেওয়ার পরিষেবা, আনতে দেওয়া হচ্ছেনা পানীয় জল, চরম সমস্যা এবং আতঙ্কে বেলেঘাটা আইডি হাসপাতালে কর্মরত নদীয়া রানাঘাট থানার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা চিত্রা মন্ডলএবং…

Avatar

মলয় দে নদীয়া : বন্ধ বাড়িতে দুধ দেওয়ার পরিষেবা, আনতে দেওয়া হচ্ছেনা পানীয় জল, চরম সমস্যা এবং আতঙ্কে বেলেঘাটা আইডি হাসপাতালে কর্মরত নদীয়া রানাঘাট থানার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা চিত্রা মন্ডলএবং তার পরিবার। সূত্রের খবর, গত দুই বছর ধরে বেলেঘাটা আইডি হাসপাতালে কর্মরত রানাঘাট থানার ন-পাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া গ্রামের বাসিন্দা চিত্রা মন্ডল। 10 বছর আগে তার বাবা মারা যায়। বর্তমানে পরিবারে তাঁর মা এবং বোন রয়েছে।

মা গৃহবধূ এবং বোন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরিবারের রোজগার সূত্র বলতে তিনি নিজেই। কিন্তু করো না সংক্রমনের জেরে আইডি হাসপাতালে চিকিৎসা হচ্ছে যারা করণা আক্রান্ত। স্থানীয়দের সন্দেহ যেহেতু বেলেঘাটা আইডি হাসপাতালে কাজ করেন ওই যুবতী সে কারণেই কর্নার সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। সে কারণেই প্রথমে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না। প্রশাসনের তৎপরতায় বাড়িতে ঢুকলেও কার্যত একঘরে করে রাখা হয়েছে তার পরিবারকে। বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না এবং আনতে দেওয়া হচ্ছেনা পানীয় জল। অভিযোগের তীর ওই গ্রামের একাংশের দিকে। যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এর দাবি মানুষকে অনেক বুঝানো হয়েছে, তাতেও যদি কাজ না হয় পঞ্চায়েতে তরফ থেকে যাতে তারা পানীয় জল এবং খাদ্য বাড়িতে বসেই পেতে পারেন তার সুব্যবস্থা করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author