করোনা আক্রান্তের সংখ্যা শূন্য, আশার আলো দেখছে ভারতের এই রাজ্য
যখন সারা দেশ জুড়ে চলছে মারণ করোনার বিরুদ্ধে যুদ্ধ এবং খুঁজে চলেছে এই মহামারীর হাত থেকে প্রতিকারের উপায়, তখন সিকিমে দেখা গেল বিপরীত ছবি। সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১১, ৬৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৯৯ জনের, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে সিকিমে এখনও পর্যন্ত একজনেরও করোনার পজিটিভ রিপোর্ট আসেনি। এমন খবরই জানা গিয়েছে সিকিম সরকারের তরফে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাঙ গত ১৬ মার্চ থেকে সিকিমে সমস্ত রকম বাহ্যিক প্রবেশের পথ বন্ধ করে দেন। বাইরের রাজ্যের কেউ যাতে সিকিমে প্রবেশ না করতে পারে তার পথ রুদ্ধ করে দেন। রাজ্যবাসির তরফে তিনি বলেন, বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেনো বাইরে না বেরোন, সেরকমও নিষেধাজ্ঞা জারি করেন। এমন ভাবেই সমস্ত রকম বাইরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সিকিম নিজেকে এখনো পর্যন্ত নিরাপদে রাখতে পেরেছে।
orona
উত্তর-পূর্ব ভারতের খ্যাতনামা চিকিৎসক প্রদিপ ভৌমিকের কথায়, বিশেষত পাহাড়ি এলাকা হওয়ায় এবং রাজ্যটির জনঘনত্ব তুলনামূলকভাবে কম হওয়ার জন্য এখনও পর্যন্ত কোভিড-১৯ এর দ্বারা সংক্রমণের থেকে নিজেকে নিরাপদ দুরত্বে রাখতে সক্ষম হয়েছে সিকিম। সারা ভারতে যেখানে প্রায় প্রতিটি রাজ্যেই হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেখানে দাঁড়িয়ে সিকিমের এমন ছবি সত্যিই বিরল।