ভারতের কাশ্মীর থেকে 370 এ আর্টিকেল তুলে দেওয়ার পর হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন ইমরান খান গেছিলেন মালয়েশিয়া সফরে। আর সেখানেই মহারাথি মহম্মদ এর সঙ্গে কথোপকথন করার সময় এ কথা বলেছেন। তিনি ভারতের এই নির্দেশ কে বেআইনি বলেছেন। তার দাবি এর জন্য ভারত পাকিস্তান হবে সম্পর্ক আবার খারাপ কাশ্মীরের জন্য।
রবিবার ভারতকে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী ইমরান খান। এইদিন কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ নিয়েও আলোচনা করেন ইমরান খান।
সংবাদ মাধ্যমের দ্বারা এই প্রতিক্রিয়া করেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। 370 এ এই আর্টিকল তুলে নেওয়ায় থাকলো না কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস। এর পরই সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া তুলে ধরে পাক বিদেশমন্ত্রী। তার মতে এই সমস্যার সমাধান তো হবেই না বরং আরো বেড়ে যাবে। পাক বিদেশমন্ত্রী দাবি কাশ্মীর সমস্যার সমাধান হোক কিন্তু এই বিষয়ে ইচ্ছা মত প্রকাশ করেননি ভারত। তিনি বলেন দীর্ঘ বিপজ্জনক খেলা শুরু করেছেন নরেন্দ্র মোদি উনার উদ্দেশ্য খুব ভয়ঙ্কর।