Today Trending Newsনিউজরাজ্য

লকডাউনের মধ্যে সরকারি দপ্তরে কাজ শুরুর দিনক্ষন ঘোষণা করলো রাজ্যে সরকার

Advertisement

গত ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে, ট্রেজারি, জেলা প্রশাসনের দপ্তর, পুলিশ, দমকল, কারা দপ্তরের মতো আপৎকালীন ও অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্ত দপ্তর ছাড়া বাকী সমস্ত সরকারি দপ্তরে কাজ বন্ধ ছিল। এর ফলে গুরুত্বপূর্ণ কাজ আটকে ছিল এতদিন। কেন্দ্রের তরফে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণার পরপরই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়ে দেন, আগামী সোমবার থেকে কাজ শুরু হবে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে।

বৃহস্পতিবার, এই সংক্রান্ত এক নির্দেশিকায় মুখ্যসচিব রাজীব সিনহা জানান, ২৫ শতাংশ কর্মচারীর উপস্থিতিতে আগামী ২০ শে এপ্রিল থেকে প্রতিটি সরকারি দপ্তরে কাজ শুরু করতে হবে। বিভাগীয় প্রধান ঠিক করবেন কে, কবে অফিসে আসবেন। এই নির্দেশিকায় আরো জানানো হয়েছে, ডেপুটি সেক্রেটারি ও তার থেকে উঁচু পদাধিকারিকদের সঙ্গে সহকারি কর্মীদেরও কাজে যোগ দিতে হবে। রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তরেই এই নিয়ম কার্যকর হবে। কর্মক্ষেত্রে মেনে চলতে হবে সামাজিক সুরক্ষা বিধি। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। তবে, সরকারি কর্মীরা কিভাবে কর্মক্ষেত্রে আসবেন, সরকারের তরফে পরিবহনের করা হবে কিনা – সে বিষয়ে কোন স্পষ্ট নির্দেশ নেই মুখ্যসচিবের জারি করা নির্দেশিকায়।

প্রসঙ্গত, বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটকল, ছোট নির্মাণ কাজ, ক্ষুদ্র শিল্প সংস্থা, ইটভাটা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ শুরুর নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন যে, আগামী ২০ শে এপ্রিল থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা হবে বিভিন্ন সরকারি দপ্তরে।

Related Articles

Back to top button